This Part Given Some Important MCQ Question Of  Indian History that Help You  West Bengal 6000 Group-D Examination. This Part Also Help You For Others State level Examination Like SSC, WBSSC, All Types Of Group D Examination, MTS, SSC HS & 10th Level Exams.

**TIPS....Please Visit Web Version For Better View(Computer/laptops)




***** See The Questions First, and check Your Answer that given bellow after Questions.....

Please Visit Web Version For Better View(Computer/laptops)

১. তালিকোটার যুদ্ধে কোন সাম্রাজ্যের পতন ঘটেছিল?
২. থার্মোপলির যুদ্ধে পরসীকদের হাতে কোন জাতির পরাজয় ঘটেছিল?
৩. ক্রসেড শব্দের অর্থ কি?
৪. কোন দুই শাসকের মধ্যে গৌগমেলার যুদ্ধ সংঘটিত হয়েছিল?
৫. রোম এবং কার্থেজের মধ্যে যে তিনটি যুদ্ধ হয়েছিল তার নাম কি?
৬. পানিপথের প্রথম যুদ্ধের জন্য জহিরুদ্দিন মুহাম্মদ বাবর কোন ভারতীয় কর্তৃক আমন্ত্রিত হন?
৭. ধর্মাট যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
৮. কোন যুদ্ধে ভারতীয়রা সর্বপ্রথম ক্ষেপনাস্ত্রের সফল প্রয়োগ ঘটিয়েছিল?
৯. অার্য এবং অনার্যদের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল?
১০. চন্দওয়ারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
১১. ঘর্ঘরার যুদ্ধে বাবর কাদের পরাজিত করেন?
১২. কোন যুদ্ধে আলেকজাণ্ডারের প্রিয়তম ঘোড়া বুসিফেলাস প্রান হাড়িয়েছিল?
১৩. কোন যুদ্ধে রাজারাজ দ্যা গ্রেট কেরলরাজ রবিবর্মাকে পরাজীত করেন?
১৪. কোন ভূখণ্ড অধিকারের জন্য বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয়েছিল?
১৫. কত সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল?
১৬. মহম্মদ বিন কাশিম কোন রাজাকে পরাজিত করে সিন্ধু প্রদেশ জয় করেছিলেন?
১৭. বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কি?
১৮. কোন যুদ্ধের মাধ্যমে নাসিরুদ্দিন মুহাম্মদ হুমায়ুন দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন?
১৯. সামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল?
২০. দেওরার যুদ্ধ কত সালে হয়েছিল?
২১. খাজওয়ারের যুদ্ধে ঔরঙ্গজেবের প্রতিপক্ষ কে ছিল?
২২. কারবালার যুদ্ধে ইমাম হোসেনের প্রতিপক্ষ কে ছিল?
২৩. তাক্কালমের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল?
২৪. কোন যুদ্ধের পরে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়ছিল?
২৫. হাইডাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?
২৬. বুডিবালামের যুদ্ধে ফিরিঙ্গী সেনাপ্রধান কে ছিলেন?
২৭. কোন যুদ্ধের পরে ভারতে ফরাসী আধিপত্যের অবসান ঘটেছিল?
২৮. বক্সার যুদ্ধের পরে বাংলার নবার কে হন?
২৯. বিদরের যুদ্ধে ফিরিঙ্গীরা কাদের পরাজিত করেছিল?
৩০. ইউরোপে সপ্তবর্ষব্যাপী কোন সাল থেকে কোন সাল পর্যন্ত চলেছিল?
৩১. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
৩২. ইউরোপে ল্যা-শ্যাপেল সন্ধি ভারতে কোন যুদ্ধের অবসান ঘটিয়েছিল?
৩৩. কোন যুদ্ধের ফলে দিল্লিতে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল?
৩৪. কোন সন্ধির পরে ভারতে ফরাসী শাসনের অবসান ঘটে?
৩৫. পোর্টনোভার যুদ্ধে কোন ভারতীয় শাসক ফিরিঙ্গীদের হাতে পরাজীত হয়েছিলেন?
৩৬. দিগ এর যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ কারা ছিল?
৩৭. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ অপর কি নামে পরিচিত?
৩৮. প্রথম ইঙ্গ-নেপাল যুদ্ধে নেপালের হয়ে কে নেতৃত্ব দিয়েছিলেন?
৩৯. প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সময় ব্রহ্মরাজ কে ছিলেন?
৪০. চালুক্যদের সাথে কোন যুদ্ধ চলাকালিন প্রথম রাজাধিরাজ চোল মৃত্যুবরন করেন?
৪১. কোন দুই নদীর সংযোগস্থলে কুডালাসঙ্গম যুদ্ধ হয়েছিল?
৪২. বিজয়ওয়ারা(১০৬৪ সাল) চালুক্যরা কাদের পরাজীত করেছিল?
৪৩. কোন যুদ্ধ জয়ের স্মৃতিতে রাজেন্দ্র চোলের পুত্র প্রথম রাজাধিরাজ চোল এদাগিরিতে বিজয়স্তম্ভ নির্মান করেন?
৪৪. হোয়াসলরাজ বিষ্ণুবর্ধন কোন যুদ্ধে চোলদের পরাজিত করেন?
৪৫. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি কোন যুদ্ধে পল্লবরাজ মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন?
৪৬. কোন যুদ্ধ জয়ের স্মৃতিতে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন বাতাপিকোণ্ডা উপাধি ধারন করেন?
৪৭. চালুক্যরাজ প্রথম বিক্রমাদিত্য এবং পল্লবরাজ প্রথম পরমেশ্বর বর্মনের মধ্যে ৬৭৪ খ্রীষ্টাব্দে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল?
৪৮. পাণ্ড্ররাজ শ্রীবল্লভ কুম্ভকোনাম যুদ্ধে কাদের পরাজিত করেন?
৪৯. রাস্ট্রকূট এবং গঙ্গারাজাদের সাথে মিত্রতার সুবাদে পল্লবরাজ তৃতীয় নন্দীবর্মন থেলারু যুদ্ধে কাদের পরাজিত করেন?
৫০. কোন রাষ্ট্রকূট শাসক বিঙ্গভালির যুদ্ধে পূর্বের চালুক্যদের পরাজিত করেন?
৫১. প্রাচীন ভারতের ভয়ঙ্করতম যুদ্ধ কোনটি?
৫২. ট্রয় যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা কে ছিলেন?
৫৩. আর্যমঞ্জুশ্রীমূলকল্প গ্রন্থে উল্লিখিত পুণ্ড্রবর্ধনের যুদ্ধে কোন দুই ভারতীয় শাসক মুখোমুখি হয়েছিল?
৫৪. থার্মোপলি যুদ্ধের সময় পারস্য সম্রাট কে ছিলেন?
৫৫. কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা লেখা আছে?
৫৬. ওয়াটারলু যুদ্ধের পরে ইউরোপের কোন যুদ্ধনায়ককে সেন্টহেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়?
৫৭. কাটোয়া, গিরিয়া, উদয়নালা এবং বক্সার যুদ্ধে বাংলার কোন নবার ইংরেজদের কাছে পরাজিত হন?
৫৮. ট্রয় যুদ্ধের সময় গ্রীস এবং ট্রয়ের রাজা কে কে ছিলেন?
৫৯. কোন যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমান সর্বাধিক ছিল?
৬০. বিশ্বের সবচেয়ে ক্ষনস্থায়ী যুদ্ধ কোনটি ছিল?
৬১. আলীবর্দী খাঁ কোন যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করেছিলেন?
৬২. পলাশীর যুদ্ধে কতজন ইংরেজ সৈন্য মারা গেছিল?
৬৩. "পলাশীর যুদ্ধ ভারতে মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা করেছিল।" - বক্তা কে?
৬৪. মারাঠা পেশোয়া বালাজী বাজীরাও কোন যুদ্ধে হায়দ্রবাদের নিজামকে পরাজিত করেন?
৬৫. মহাক্ষত্রপ রুদ্রদামন বশিষ্টপুত্র পুলমায়ীকে দুবার পর
৬৬. ভারতে গেরিলা যুদ্ধের জনক কাকে বলা হয়?
৬৭. কোন হোয়াসলরাজ মাদুরায় যুদ্ধে নিহত হন?
৬৮. বাঘের সাথে যুদ্ধরত সালা মুর্তিটি কোন সাম্রাজ্যের প্রতীক?
৬৯. অলিন্দ যুদ্ধের সাথে কোন তিন বিল্পবীর নাস জড়িয়ে আছে?
৭০. লৌহিত্য নদের যুদ্ধে গৌড়রাজ্য কামরূপকে পরাজিত করেছিল। একথা ভাষ্করবর্মার কোন তাম্রশাসন থেকে জানা যায়?

Please Visit Web Version For Better View(Computer/laptops)

*** Now Check The Answer ..........

1. বিজয়নগর সাম্রাজ্য।
২. গ্রীক।
৩. ধর্মযুদ্ধ।
৪. ম্যাসিডনের রাজা সিকন্দরমহান আলেকজাণ্ডার ও পারস্য সম্রাট তৃতীয় দরায়ুশ।
৫. পিউনিক যুদ্ধ।
৬. পাঞ্জবের শাসক দৌলত খান লোদী।
৭. ঔরঙ্গজেব ও মুরাদ।
৮. দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধে।
৯. হারিয়ুপিয়া।
১০. মুইজুদ্দিন মুহাম্মদ বিন সাম ও জয়চাঁদ রাঠোর।
১১. বাংলা ও বিহারের সম্মিলিত আফগান বাহিনীকে।
১২. হাইডাসপিস।
১৩. ত্রিবান্দ্রাম যুদ্ধ।
১৪. রায়চূর দোয়াব।
১৫. ১৫২৭ খ্রীষ্টাব্দ।
১৬. দাহির।
১৭. সিয়াচেন।
১৮. শিরহিন্দের যুদ্ধ।
১৯. ঔরঙ্গজেব ও দারা শিকেহ।
২০. ১৬৫৯ খ্রীষ্টাব্দ।
২১. সুজা।
২২. এজিদ।
২৩. রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণ এবং চোলরাজ প্রথম পরান্তক।
২৪. তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ।
২৫. হাইডাসপিস বা ঝিলাম নদী।
২৬. চার্লস টেগার্ট।
২৭. বন্দীবাসের যুদ্ধ(১৭৬০ খ্রীস্টাব্দ)ই ভারতে ইংরেজ এবং ফরাসীদের মধ্যে শেষ যুদ্ধ। ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে(১৭৫৬-১৭৬৩ খ্রীষ্টাব্দ)র অবসান হলে ভারতে ফরাসী আধিপত্যের অবসান হয়।
২৮. মীরজাফর।
২৯. ওলন্দাজ।
৩০. ১৭৫৬ থেকে ১৭৬৩ খ্রীস্টাব্দ।
৩১. মারাঠা পেশোয়া বালাজী বাজীরাও ও আহম্মদ শাহ আফদালী।
৩২. প্রথম কর্নাটক যুদ্ধ।
৩৩. দ্বিতীয় পানিপথের যুদ্ধ।
৩৪. প্যারিসের সন্ধি।
৩৫. হায়দার আলী।
৩৬. মারাঠারা।
৩৭. চিলিয়ানওয়ালার যুদ্ধ।
৩৮. নেপালরাজ অমর সিং থাপা।
৩৯. বোদোপাওয়ার।
৪০. কৃষ্ণা নদীর তীরে কোপ্পাম যুদ্ধ।
৪১. কৃষ্ণা এবং মালপ্রভা নদী।
৪২. চোলদের কাছে।
৪৩. কৃষ্ণানদীর তীরে দন্নদ যুদ্ধ।
৪৪. তালাকাদু যুদ্ধ।
৪৫. পাল্লুলার যুদ্ধ।
৪৬. মনিমঙ্গলম যুদ্ধ।
৪৭. পারুভালানেলুর যুদ্ধ।
৪৮. পল্লবদের।
৪৯. পাণ্ড্রদের।
৫০. প্রথম অমোঘবর্ষ।
৫১. কলিঙ্গ যুদ্ধ।
৫২. একিলিস।
৫৩. কামরূপরাজ ভাষ্করবর্মা এবং মালবরাজ মাধবগুপ্তের সমর্থনপুষ্ট স্থানেশ্বররাজ হর্ষবর্ধন বনাম গৌড়েশ্বর শশাঙ্ক।
৫৪. জারেক্সিস।
৫৫. অশোকের ত্রয়োদশ শিলালিপি।
৫৬. নেপোলিয়ন বোনাপার্ট।
৫৭. মীরকাশিম।
৫৮. অ্যাগামেনন ও প্রিয়াম।
৫৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
৬০. ব্রিটেন এবং জাঞ্জিবার সুলতান সৈয়দ খালেদ বিনবারগরশের মধ্যে ২৭শে অগাস্ট, ১৮৯৮ সালে একটি যুদ্ধ হয়েছিল যার স্থায়িত্বকাল ছিল মাত্র ৩৮ মিনিট।
৬১. গিরিয়ার যুদ্ধ।
৬২. ২২ জন।
৬৩. স্যার যদুনাথ সরকার।
৬৪. উদগীরের যুদ্ধ।
৬৫. জুনাগড় শিলালিপি।
৬৬. মালিক অম্বর।
৬৭. তৃতীয় বীরবল্লাল।
৬৮. হোয়াসল সাম্রাজ্য।
৬৯. বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত।
৭০. দুবী তাম্রশাসন।


****Keep Reading Keep Studying............
Please Visit Web Version For Better View(Computer/laptops)