Lets Check Out Some History & General Awareness......
*** Please View in Web Version for Better Results or Page View....
প্রশ্ন ১ : নীল বিদ্রোহের সময়কাল কত সাল? উত্তর : ১৮৫৯
প্রশ্ন ২ : সারভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে? উত্তর : গোপাল কৃষ্ণ গোখলে
প্রশ্ন ৩ : চিত্তরঞ্জন কীসের জন্য বিখ্যাত? উত্তর : লোকোমোটিভ
প্রশ্ন ৪ : বাঘা যতিন নামে কে পরিচিত ছিলেন? উত্তর : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রশ্ন ৫ : ভারত কী BRIC -এর সদস্য?উত্তর : হ্যাঁ
প্রশ্ন ৬ : ডান্ডি অভিযান কবে হয়? উত্তর : ১২ মার্চ, ১৯৩০
প্রশ্ন ৭ : অমিত্রঘাত কার উপাধি ছিল? উত্তর : বিন্দুসার
প্রশ্ন ৮ : ভারত সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন ৯ : গুণরাজ খাঁ উপাধি কে পান? উত্তর : মালাধর বসু
প্রশ্ন ১০ : নরমাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এর মাত্রা কত? উত্তর : ১%
প্রশ্ন ১১ : তাপ্তি কোন সাগরে পড়েছে? উত্তর : আরব সাগরের খাম্বাত উপসাগরে
প্রশ্ন ১২ : বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উত্তর : গাঙ্গেয় ব-দ্বীপ
প্রশ্ন ১৩ : বর্তমান ভারত কে লিখেছেন? উত্তর : স্বামী বিবেকানন্দ
প্রশ্ন ১৪ : সবুজ গ্রন্থি কী? উত্তর : রেচন অঙ্গ
প্রশ্ন ১৫ : শবরি গিরি কোথায়? উত্তর : কেরালা
প্রশ্ন ১৬ : To make headway বলতে কী বোঝায়? উত্তর : অগ্রগতি, উন্নতি
প্রশ্ন ১৭ : লাইসোজ়োম কী? উত্তর : কোশের পাচনকেন্দ্র
প্রশ্ন ১৮ : Cupellation কীসের সঙ্গে যুক্ত? উত্তর : ধাতু নিষ্কাশন
প্রশ্ন ১৯ : কোশের কোন অংশে শ্বসন সম্পন্ন হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন ২০ : অমুক্তমাল্যদা কে রচনা করেন? উত্তর : কৃষ্ণদেব রায
প্রশ্ন:- বেদের শেষ ভাগের নাম কী ?
উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব।
প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:-উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ।
প্রশ্ন:- বেদ কবে রচিত হয় ?
উত্তর:-খ্রিষ্টপূর্ব ১,৫০০ – ১০০০ অব্দেরমধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে ।
প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী ?
উত্তর:- বেদের চারটি ভাগ আছে – যথা ঋক,সাম,যজু, ও অথর্ব ।
প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?
উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা:সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত ।
প্রশ্ন:- কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ?
উত্তর:-বিদশব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান ।
প্রশ্ন:- গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?
উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারেরকর্তাকেগৃহপতি বা কুলপা বলা হত ।
প্রশ্ন:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?
উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হলঅন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রাপ্রভৃতি ।
প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নামব্রহ্মচর্য।
প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নামসন্ন্যাসাশ্রম।
প্রশ্ন:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?
উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’।
প্রশ্ন:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম করো ?
উত্তর:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হলসূত্রধর,চর্মকার,ছুতোর,তাঁতি,কুমোর,প্রভৃ
*** Please View in Web Version for Better Results or Page View....
By knowing Steps


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন