Continue To 2nd Blog.....



*** Please View in Web Version for Better Results or Page View....



63. স্বনির্ভর গোষ্ঠী ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী হলেন=সাধন পান্ডে
64. তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হলেন=ব্রাত্য বসু
65. খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী হলেন=আব্দুর রজ্জাক মোল্লা
66. সমবায় মন্ত্রী হলেন=অরূপ রায়
67. তথ্য ও পরিকল্পনা রূপায়ন মন্ত্রী হলেন=আশীষ ব্যানার্জী
68. বিপর্যয় মোকাবিলা মন্ত্রী হলেন=জাভেদ খান
69. অনগ্রসর উন্নয়ন মন্ত্রী হলেন=চুড়ামনি মাহাতো
70. জলসম্পদ মন্ত্রী হলেন=সৌমেন মহাপাত্র
71. উপজাতি উন্নয়ন মন্ত্রী হলেন=জেমলকুজুর
72. কৃষি বিপনন মন্ত্রী হলেন=তপন দাশগুপ্ত
73. পর্যটন মন্ত্রী হলেন= গৌতম দেব
74. মৎস মন্ত্রী হলেন=চন্দ্রনাথ সিনহা
75. বন মন্ত্রী হলেন=বিনয় কৃষ্ণ বর্মন
76. শ্রম,আইন ও বিচার মন্ত্রী হলেন=মলয় ঘটক
77. উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন=রবীন্দ্রনাথ ঘোষ
78. সেচ ও জলপথ মন্ত্রী হলেন=রাজীব ব্যানার্জী
79. পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হলেন=শান্তরাম মাহাতো
80. সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)হলেন=মন্টুরাম পাখিরা
81. স্বাস্থ্য ও পরিবার কল্যান
[2/25, 7:17 PM] Amit Kumar: 82. কবে পঃবঙ্গের 11টি দপ্তরকে অবলুপ্ত করা হয়=16/12/2016*****
83. 16/12/16তে 21টি দপ্তরকে সংযুক্ত করে কটি দপ্তর করা হয়=10টি****
84. 16/12/16-র আগে পঃবঙ্গে মোট কটি দপ্তর ছিল=63টি***
85. 16/12/16তে 63টি দপ্তরকে কমিয়ে কটি দপ্তর করা হয়=52টি***
86. 16/12/16তে পঃবঙ্গে কোন নতুন দপ্তর সৃষ্টি করা হয়=পার অ্যান্ড ই-গভর্ন্যান্স****
87. পার অ্যান্ড ই-গভর্ন্যান্স দপ্তরের মন্ত্রী কে=মমতা ব্যানার্জী***
88. ডিরেক্টর অফ সেরিকালচার দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=কৃষি দপ্তর(পুর্নেন্দুর হাতে)
89. পার্বত্য বিষয়ক দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=স্বরাষ্ট্র দপ্তর(মমতার হাতে)
90. ক্রীড়া ও যুবকল্যানদপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=অরূপ বিশ্বাস
91. উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=ভূমি রাজস্ব(মমতার হাতে)
92. নারী সমাজ কল্যান ও শিশু দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=শশী পাঁজা
93. বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=জাভেদ খান
94. বিজ্ঞান-কারিগরী,বায়ো টেকনোলজি দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা হয়=উচ্চশিক্ষা(পার্থর হাতে)
95. নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=ফিরহাদ হাকিম
96. পরিকল্পনা এবং পরিসংখ্যান ও প্রকল্প দপ্তর দুটিকে যুক্ত করে একটি দপ্তর করা হয় মন্ত্রী=আশীষ বন্দ্যোপাধ্যায়
97. শুল্ক দপ্তরকে অবলুপ্ত করে কোন দপ্তরের সঙ্গে যুক্ত করা=অর্থ দপ্তর(অমিতের হাতে)
98. রাষ্ট্রায়ত্ত এবং শিল্প পুনর্গঠন এবং শিল্প বানিজ্য দপ্তরকে কোন দপ্তর গঠন করা =লার্জ ইন্ডাস্ট্রিস অ্যান্ড এন্টারপ্রাইজেস.(অমিতের হাতে)
99. পশ্চিম বঙ্গের বর্তমান(2016) রাজ্যপাল কে=কেশরীনাথ ত্রিপাঠী***
100. বর্তমান(2016) কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে=নিশিতা ম

** Some More GK & GA **

 প্রশ্ন ১ : বিখ্যাত আঙ্কর ভাট (Angkor Wat) মন্দির কোথায় ?
উত্তর : কম্বোডিয়া
প্রশ্ন ২ : বিরল খারাই প্রজাতির উট (Kharai Camel) কোথায় পাওয়া যায় ?
উত্তর : গুজরাত
প্রশ্ন ৩ : ENSO - পুরো কথা কী ?
উত্তর : এল নিনো সাদার্ন অসিলেশন (El Nino–Southern Oscillation)
প্রশ্ন ৪ : সংগীত ক্ষেত্রে বিশেষ পুরস্কার তানা রিরি (Tana Riri) অ্যাওয়ার্ড। কোন রাজ্য দেয় এই পুরস্কার ?
উত্তর : গুজরাত
প্রশ্ন ৫ : ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন ?
উত্তর : ৭২
প্রশ্ন ৬ : কোন প্রাচীন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত দক্ষিণ ভারতের ধরণীকোটা ?
উত্তর : সাতবাহন
প্রশ্ন ৭ : গ্রিক পৌরাণিক মতে জ্ঞান, সাহিত্য ও কলার দেবী কে ?
উত্তর : অ্যাথেনা
প্রশ্ন ৮ : ঐতিহাসিক তাসকেন্ত চুক্তির পর তাসকেন্তেই মারা যান ভারতের এক প্রধানমন্ত্রী। মৃত্যু কীভাবে হয় তা নিয়ে বিতর্কও রয়েছে। তিনি কে ?
উত্তর : লালবাহাদুর শাস্ত্রী
প্রশ্ন ৯ : বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষে কবে আত্মসমর্পণ করে পাকিস্তান ?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭১
প্রশ্ন ১০ : মাচিয়া বায়োলজিক্যাল পার্ক কোথায় ?
উত্তর : রাজস্থান
প্রশ্ন ১১ : ২০১৬-র সুলতান আজলান শাহ কাপ কে জেতে ?
উত্তর : অস্ট্রেলিয়া
প্রশ্ন ১২ : Law & Sports in India: Developments, Issues and Challenges- বইটির লেখক কে ?
উত্তর : মুকুল মুদগল
প্রশ্ন ১৩ : পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্কটি ভারতে। এটি কোথায় ? নাম কী ?
উত্তর : মণিপুরের বিষ্ণুপুর জেলায়। নাম কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক
প্রশ্ন ১৪ : বিখ্যাত নবকলেবর উৎসব কোন রাজ্যের ?
উত্তর : ওড়িশা
প্রশ্ন ১৫ : বিশ্ব কবিতা দিবস কবে?
উত্তর : ২১ মার্চ
প্রশ্ন ১৬ : বিশ্ব চড়ুই দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ২০ মার্চ
প্রশ্ন ১৭ : কারাজাস মাইন কোথায় ?
উত্তর : ব্রাজিল
প্রশ্ন ১৮ : কিম জং উন কোন দেশের সুপ্রিম লিডার ?
উত্তর : উত্তর কোরিয়া
প্রশ্ন ১৯ : ডোডা জেলা কোন রাজ্যে ?
উত্তর : জম্মু ও কাশ্মীর

Follow & Keep Visiting ..........